• Thursday, ২৯ অক্টোবর, ২০২০
  • ১১:৩১
শিরোনাম

চক‌রিয়ার ইলমী মারকায তৃপ্ত কর‌ছে ইলম পিপাসু‌দের

মূলত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দা.বা. এর ইশারা ও নির্দে‌শে মারকায প্র‌তিষ্ঠায় হাত দেন তারই সু‌যোগ্য খলীফা মাওলানা মোস্তফা নূরী দা. বা.।

ইশতিয়াক সিদ্দিকী: প্রখ্যাত ওয়া‌য়েজ, যোগ্য আলে‌মেদীন,খলীফা‌য়ে শাইখুল ইসলাম, মাওলানা মাওঃ মোস্তফা নূরী এর হাত ধ‌রে প্র‌তি‌ষ্ঠিত হ‌য়ে‌ছে উচ্চতর ইলমী মারকায "মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ ও খানা‌কায়ে শাইখুল ইসলাম" ।

মূলত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দা.বা. এর ইশারা ও নির্দে‌শে মারকায প্র‌তিষ্ঠায় হাত দেন তারই সু‌যোগ্য খলীফা মাওলানা মোস্তফা নূরী দা. বা.।

বর্তমা‌নে মারকা‌যে উচ্চতর ফ‌তোয়া বিভাগ, মেশকাত ,মুতাফার‌রেকা ও ‌হিফজ বিভাগ চালু আছে। এর পাশাপা‌শি উম্মাহর ঈমান আম‌লের উন্ন‌তিক‌ল্পে ইসলাহী মাজ‌লিস অনু‌ষ্ঠিত হয়। এবং অ‌তি শীঘ্রই উচ্চতর হাদীস গ‌বেষণা বিভাগ 'উলূমুল হাদীস' আরম্ভ কর‌তে যা‌চ্ছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন মাওলানা নূরী।

দক্ষিণ চট্টগ্রা‌মের তা‌লে‌বে ইল‌মের ইলমী মারকায হ‌বে "মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ ও খানকা‌য়ে শাইখুল ইসলাম" । বুযুর্গ ও বিখ্যাত আলেমদের এমনই প্রত্যাশা!

শেয়ার